কেমন হবে তোমার SQL জার্নি

কেমন হবে তোমার SQL জার্নি

.

.

🥇 রাফিদ ক্যাম্পাস লাইফ থেকেই এক্সেল এ টুকটাক কাজ পারতো। নতুন জবে জয়েন করে এক্সেলের অনেক টুলস শিখলো, সাথে গুগল শীট, অটোম্যাশনের কিছু কোর্সও করলো।

.

তারপরেও সে দেখলো তার কোম্পানীর ডেটাবেজ সিস্টেম নিয়ে কাজ করতে গেলে এক্সেল দিয়ে হচ্ছে না। কমপ্লেক্স ডেটাবেজ, সিকিউর সার্ভার, ক্লাউড ডেটা এসব নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে জানলো SQL বলে একটা কুয়েরী ল্যাঙ্গুয়েজ আছে যা দিয়ে পুরো ডেটা সার্ভার থেকে ডেটা ম্যানেজ করা হয়।

.

📊 যেমন, রাফিদ দেখলো একটা বিশাল ডেটা থেকে কিছু অংশ কোম্পানীর এইচআর এক্সেস পাচ্ছে, কিছু অংশ ফাইনান্স ডিপার্টমেন্ট, কিছু অংশ প্রডাক্ট ম্যানেজমেন্ট পাচ্ছে। কারন খুজতে গেলে সে জানলো SQL দিয়ে মেইন সার্ভার থেকে আলাদা আলাদা ডীপার্টমেন্ট এ ডেটা ট্রান্সফার আর এক্সেস দেওয়া হয়।

.

এই ব্যাপারে সে কোর্স করতে চাইলে Grad Bunker AKaademy তে দেখলো “SQL and Big Data Analytics” এর একটি দারুন কোর্স আছে।

খোজ নিয়ে দেখলো এখানকার কারিকুলাম বেশ গুছানো আর স্ট্যান্ডার্ড।

.

📌 কোর্সের শুরুতে ব্যাসিক পার্টে SELECT, FROM, WHERE, ORDER BY, HAVING statements গুলো শিখাবে তারপর টেবিল থেকে ডেটা গ্রুপ করা শিখাবে।

.

📌 তারপরের ক্লাসগুলোতে ওয়াইল্ডকার্ডের ব্যবহার শিখাবে যেমন INNER, LEFT, RIGHT জয়েন আর সাথে ফাংশন ও কেইস স্টেটমেন্ট শিখাবে।

.

📌 এগুল্লা শিখানোর পর রাফিদ দেখলো হাতে ধরে ৩ টি কোম্পানী স্ট্যান্ডার্ড প্রব্লেম সল্ভিং নিয়ে প্রজেক্ট করানো হবে।

.

📌 কুয়েরি করে টেবিল পার্টিশন কিভাবে করতে হয় – ডেটা থেকে ইনসাইট বের করতে হয় এগুলা তো আছেই।

.

📌 প্রজেক্ট এর মাধ্যমে RANK, DENSE_RANK, LEAD, LAG দিয়ে ডেটা অপটিমাইজ, ডেটা ফিল্টার করে প্রজেক্ট শিখাবে আর তাতে রাফিদ দেখলো এতে তার পোর্টফোলিও আর সমৃদ্ধ হবে।

.

.

#SQLServer #SQL #SQLProgramming #DataManagement #Query #DataAnalytics #sqljobs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *