আসলেই কি বাংলাদেশে ডেটা সায়েন্সের জব আছে ?
প্রায় সময়ই বিভিন্ন ডেটা সায়েন্সের গ্রুপে অনেকে প্রশ্ন করে – এই যে ডেটা সায়েন্স ডেটা সায়েন্স বলে সবাই চিল্লাচ্ছে, কোর্স করতে বলছে…আসলেই কি বাংলাদেশে ডেটা সায়েন্সের জব আছে ???
.
হা আছে। অবশ্যই আছে। আশেপাশে একটু চোখ-কান খোলা রাখলেই আপনি দেখতে পারবেন। আপনি শুধু বিডিজবস.কম আর লিঙ্কডইনে সার্চ করলেইএই মুহুর্তে অন্তত ২০-২৫ টি ডেটা সায়েন্সের জব অফার পাবেন। প্রতি মাসে ৪০ টির বেশী জব অফার পাওয়া যাচ্ছে।
.
এই জব গুলোর টাইটেল গুলো কি কি জানেন ?
.
Business Analyst
Data Analyst
Data Scientist
Data Engineer
MIS Executive
Business Developer
.
আর লিঙ্কডইনে আপনি কীওয়ার্ড দিয়ে সার্চ করলে এখন কয়েকশ’ মানুষ পাবেন যারা এই মুহুর্তে বিভিন্ন কোম্পানীতে জব করছে। আইটি, বিজিনেস, ফাইনান্সিয়াল, ব্যাঙ্কিং, বিপিও, এনজিও সহ অন্তত ২০টির বেশী সেক্টরে প্রায় কয়েকশ’ কোম্পানীতে আপনি ডেটা সায়েন্সের জব পাবেন।
.
কিন্তু দুখের বিষয় এই যে, এখনো অনেকেই মনে করে বাংলাদেশে প্রপারলি জব সেক্টর নাই। এবং এটা একটা স্ক্যাম।
.
এমন একজনের গ্রুপের পোস্ট কমেন্টে দিচ্ছি। সেখানে আমাদেরই একজন মেন্টর কমেন্ট করে বলেছেন আপনি যদি মডেল ডেভেলাপ করেন আর নিজের পোর্টফোলিও বানান তাহলে নিজেই বুঝতে পারবেন এটা স্ক্যাম না সত্যি।
.
আসলেই তাই…আমরা শুধু মানুষের কথা বিশ্বাস না করে যদি একটু ঘাটাঘাটি করি তাহলে নিজেরাই বুঝতে পারবো বর্তমানে ডেটা সায়েন্সের জব কি পরিমাণ বাড়ছে। আজ থেকে ৩/৪ বছর আগে মাসে ১০-১২ টি জব অফার থাকতো, আজ সেখানে ৪০টির বেশি জব অফার প্রতি মাসে তৈরী হচ্ছে।
.
সামনে আরো হবে, আর এই ডিমান্ড শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই ডেটা সায়েন্সের জব সেক্টর এক্সপোনেনশিয়াল হারে বাড়ছে।