পাইথন কোড প্রাক্টিস করার অফলাইন ও অনলাইন কোডিং এনভারোমেন্ট কি কি ?
পাইথন কোড প্রাক্টিস করার অফলাইন ও অনলাইন কোডিং এনভারোমেন্ট কি কি ?
.
আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্রথমেই যে প্রশ্নটা মনে আসে সেটা হলো “আমি কোড কোথায় লিখবো”। নিশ্চই মাইক্রোসফট ওয়ার্ডে লিখবো না…তাই না?? তাহলে কোন প্লাটফর্মে বা IDE তে কোড লিখে সেটা রান করতে হয় ??
.
আমরা মূলত দুইভাবে আমাদের কোডিং এনভারমেন্ট ব্যবহার করতে পারি, অফলাইনে সফটওয়ার দিয়ে, আরেকটা অনলাইনে লাইভে। আজকে আমরা জানবো অনলাইন ও অফলাইনে কোন কোন প্লাটফর্মে আমরা কোড লিখতে পারি।
.
অফলাইনে আমরা যেসব কমন প্লাটফর্ম বা সফটওয়ার ব্যবহার করি সেগুলো হচ্ছে
.
Spyder
Jupyter Notebook
Google Colab
Pycharm
VSCode
.
নিজের সুবিধামত কাজের প্রসেস, অপশন, ইন্টারফেস এর উপর ভিত্বি করে যেকোন টি ব্যবহার করতে পারেন। তবে একদম বেগিনার লেভেলের জন্যে Spyder সবচেয়ে বেটার।
.
আর অনলাইনের কমন প্লাটফর্ম গুলো হচ্ছে
.
Replit
Deepcode
Kaggle Kernel
Python Anywhere
IDLE
.
সাধারণত ঘরে বসে নিজে শিখতে গেলে অফলাইনটাই বেটার। খুব সহজেই ডাউনলোড করে নিজের পিসি বা ল্যাপটপে পাইথন কোডিং প্রাক্টিস করতে পারেন। ঝামেলা কম, আর ফ্রি।
.
আর যদি অনলাইনে করতে চান সেটাও ভালো, তবে একাউন্ট করে নিতে হয়, আর অনলাইন ভার্সন গুলো ফ্রি এবং পেইড থাকে। ফ্রি সাবস্ক্রিপশনে কিছু লিমিটেড অপশন থাকে। সাধারণত বড় কোম্পানীরা টীম এর মাধ্যমে কাজ করতে চাইলে পেইড সাবসক্রিপনে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে।
#python #coding #DataScience #practice #skills #careeropportunities