বাংলাদেশে ডেটা সায়েন্সের জব সেক্টরগুলো কি কি ??
এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদের কিছু কনফিউশন দূর করি। ডেটা সায়েন্স মানেই শুধু সায়েন্সের সাবজেক্ট বা এই রিলেটেড জব – এভাবে ডেটা সায়েন্সের জব বুঝায় না। এবং ডেটা সায়েন্স জব মানেই ডেটা সায়েন্সটিস্ট না। এর মধ্যে অনেক গুলো জব ক্রাইটেরিয়া ভাগ করা আছে।
.
একটা ছোট্ট উদাহরন দিলে বুঝতে পারবেন। এইচএসসি পরীক্ষার পর সবাই তার ইচ্ছা অনুযায়ী ক্যারিয়ার গোল সেট করে, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ব্যঙ্কার হতে চায়, কেউ বা লইয়ার, ব্যবসায়ী, ফ্যাশন ডিজাইনার হতে চায়।
.
ধরে নিলাম একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়বে। ভার্সিটিতে ভর্তি হবার সময় সে দেখে এখানে ইলেক্ট্রিক্যাল, ম্যাকানিকেল, সিভিল, সিএসসি, আইপিই, ক্যামিকেল ইত্যাদি অনেক ধরণের সাব্জেক্ট আছে। যে যেই সাবজেক্টেই পড়াশুনা করুক না কেনো, ৪ বছর শেষে সে তার নামের আগে ইঞ্জিনিয়ার বসাবে। ইঞ্জিনিয়ারিং একটি ডোমেইন এরিয়া, তার আন্ডারে আমরা অনেক গুলো ক্যারিয়ার ট্র্যাক পাই।
.
কিন্তু খেয়াল করে দেখেন, যে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সে সিভিল এর জবে ঢুকবে না, যে সিএসসি ইঞ্জিনিয়ার সে ক্যামিকেল এর জব এর ঢুকবে না। অর্থাৎ, এটা বুঝা যাচ্ছে ইঞ্জিনিয়ার সবাই হলেও সবার কাজের ক্ষেত্র এক না।
.
.
এবার আসি ডেটা সায়েন্সের ব্যাপারে। ইঞ্জিনিয়ারিং এর মত এটাও একটা ডোমেইন এরিয়া। এর আন্ডারে অনেক গুলো এরিয়া আছে। সারা বিশ্বে প্রায় ২০টির বেশি ডেটা সায়েন্স এর ক্যারিয়ার ট্র্যাক আছে। এর মধ্যে অন্যতম কয়েকটি হলো –
.
Data Analyst
Business Analyst
Data Engineer
Data Scientist
Data Architect
Quantitative Analyst
Machine Learning Engineer
AI Engineer
NLP Engineer
Research Scientist
.
তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো সব ধরণের জব সেক্টর এখনো ওপেন হয় নাই, এভেলেবল হয় নাই।
.
তাহলে প্রশ্ন আসে – দেশে ডেটা সায়েন্সের জব গুলো কি কি ?
.
আপনি যদি বিডিজবস, লিঙ্কডইন বা অন্যান্য দেশীয় জব পোর্টালে চেক করেন তাহলে নির্দিষ্ট কিছু নাম পাবেন –
.
Business Analyst (সবচেয়ে বেশি জব)
Data Analyst (২য় পজিশন)
Data Engineer (৩য় পজিশন)
Data Scientist (৪র্থ পজিশন)
Machine Learning Engineer (৫ম পজিশন)
.
এর বাইরে হাতে গোনা ২/৩ টি স্পেশাল জব টাইপ দেখা যায় যদিও সেটা খুবই নগণ্য।
.
এবার যেহেতু দেশের মধ্যে ডেটা সায়েন্সের জব সেক্টর নিয়ে আপনার একটা আইডিয়া হয়েছে, পরের ধাপে আপনি এই জব গুলার রিকোয়ারমেন্টস নিয়ে একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন আপনার আসলে কোনদিকে যাওয়া উচিত।
.
.
আর যদি আপনার ফ্রি কনসালটেন্সি প্রয়োজন হয় তাহলে আমাকে ইনবক্স করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন – info.akaademy@gmail.com এ