অনলাইন কোর্স করবেন কিন্তু কোন কোর্সটা বেটার – কিভাবে বুঝবেন ?
অনলাইন কোর্স করবেন কিন্তু কোন কোর্সটা বেটার – কিভাবে বুঝবেন ?
.
অনেক দিন পর একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে লিখতে বসলাম।
আমার মনে হয় এই বিষয় নিয়ে কেউ আগে কখনো ভাবে নি বা লিখে নি।
.
আমরা প্রায় সবাই আমাদের স্কীল ডেভেলাপ করার জন্যে অনলাইনে বিভিন্ন ধরণের কোর্স করতে চাই। তো দেখা যায় একই নামে বা কাছাকাছি নামে ৪/৫ টা অনলাইন প্লাটফর্মে বা এড-টেক কোম্পানী বিভিন্ন কোর্স অফার করে।
.
আমি কিভাবে বুঝবো কোন কোর্সটা ভালো ? আমার জন্যে বেটার হবে ?
আমি কিভাবে ২ বা তার বেশী কোর্সের মধ্যে কম্পেয়ার করবো ?
.
.
আমি আপনাদেরকে একটা ছোট্ট ট্রিক্স শিখিয়ে দেই।
.
১। প্রথমে ChatGPT ওপেন করুন।
২। আপনার সাব্জেক্ট, মেজর, গ্রাজুয়েশন বছর, দেশ, কোন জবে আছেন নাকি বেকার সেটা লিখুন, সাথে ডেটা সায়েন্সে আপনার ইন্টারেস্ট এর কথা জানান।
৩। এরপর আপনি যে ২টা কোর্সের মধ্যে কম্পেয়ার করতে চান সেটার লিঙ্কগুলো দিয়ে একটা প্রম্পট দিন –
analyze the following link and give me a overview of the course module
link 1 পেস্ট করে দিন
৪। রেস্পন্সে দিলে পরের প্রম্পট লিখুন –
okay, great. now give me a similar summary of the following course module –
link 2 পেস্ট করে দিন
৫। এটার রেস্পন্স আসার পর লিখুন –
okay, now compare these 2 course modules and give me overall idea, rank these courses based on topics and give me suggestion which course is better in terms of course curriculum, module and structure
.
ব্যাস, আপনার কাজ শেষ। বাকি কাজ চ্যাটজিপিটি করে দিবে। সেই আপনাকে আপনার সাব্জেক্ট নলেজ, স্কিল লেভেল ইত্যাদি বুঝে আপনাকে ২টা কোর্সের মধ্যে বেস্টটা সাজেস্ট করবে।
আপনি যদি আরেকটু কনফার্ম হতে চান তাহলে সেইম প্রম্পট Grok, Gemini বা Claude এ দিয়েও ক্রস-চেক করে নিতে পারেন।
.
এভাবে আপনি ২ বা তার বেশি যতগুলো কোর্সের লিঙ্ক আছে সেগুলা একে একে চেক করতে পারেন বা একসাথে সব লিঙ্ক দিয়ে আপনার জন্যে কোন কোর্স ভালো হবে সেটা খুজে নিতে পারবেন।
সেক্ষেত্রে আপনি প্রম্পট দিবেন –
Hi, please check all the links of different courses, analyze the courses and rank them based on topics and give me suggestion which course is better in terms of course curriculum, module and structure
.
নোট – অনেক সময় কোর্সের ওয়েবসাইট লিঙ্ক পাবলিক নাও থাকতে পারে, বা থার্ড পার্টি লিঙ্কও হতে পারে, সেক্ষেত্রে চ্যাটজিপিটি বা অন্যান্য চ্যাটবট ভালোভাবে কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে আপনি পুরো সিলেবাসটা কপি করে চ্যাটজিপিটি-কে দিয়ে বলতে পারেন।