AI এর যুগে আপনার জব রোল কেমন হবে ?

আপনি কি খেয়াল করেছেন, অনেক সময় বুঝতেই পারেন না আপনি মেশিনের সাথে কথা বলছেন????
.
ব্যাংকের অ্যাপে ঢুকলেন, একটা প্রশ্ন লিখলেন, আর সাথে সাথেই একটা চ্যাটবট উত্তর দিয়ে দিল, যেটা কোনো মানুষ এত দ্রুত দিতে পারত না। এটাই হলো AI Agent বা আমরা যাকে বলি AI Assistant-এর জাদু।
কিন্তু থামুন—এরা কি শুধু “চ্যাটবট”?????
আসলে তা নয়। চ্যাটবট অনেকটা ফ্রন্ট-ডেস্ক রিসেপশনিস্টের মতো, শুধু FAQ-এর উত্তর দেয়—“পাসওয়ার্ড রিসেট করব কিভাবে?”, “আমার ব্যালেন্স কত?”—এ রকম সিম্পল, স্ক্রিপ্টেড রিপ্লাই। AI Agent কিন্তু অনেকটা ব্যক্তিগত সেক্রেটারির মতো। শুধু উত্তরই দেয় না, কাজও করে। ভাবুন তো, আপনি বললেন: আমার মিটিং শিডিউল করে দাও, গত মাসের সেলস ডেটা অ্যানালাইসিস করো, বসের জন্য একটা ইমেইল ড্রাফট বানাও। এটাই হলো আসল পার্থক্য—বট শুধু কথা বলে, এজেন্ট কাজও করে।
.

🚀

 AI Assistants এখন আর শুধু টেকি শব্দ নয়।
এরা ইতিমধ্যেই বদলে দিচ্ছে আমাদের জীবন, কাজ করার ধরণ, আর ব্যবসা চালানোর স্টাইল । Microsoft Copilot আপনার ইমেইল লিখে দিচ্ছে, Google Assistant আপনার অ্যালার্ম সেট করছে, Amazon Alexa আপনার ঘরের লাইট নিয়ন্ত্রণ করছে। এমনকি Bank of America-র “Erica” মানুষকে তাদের টাকা ম্যানেজ করতে সাহায্য করছে ব্যক্তিগত ফাইন্যান্স গাইডের মতো।
.

🇧🇩

 এবার আসি বাংলাদেশে।
হয়তো বুঝতেও পারছেন না, আপনি ইতিমধ্যেই AI Assistant ব্যবহার করছেন। bKash অ্যাপে ঢুকলেই EVA চ্যাটবট ট্রান্সঅ্যাকশনের সমস্যা সমাধান করছে। MyGP অ্যাপে AI-চালিত কাস্টমার সাপোর্ট চুপচাপ কাজ করছে। Foodpanda-তে খাবার অর্ডার বা Pathao-তে রাইড বুক করলে, বেশিরভাগ কুইক সাপোর্ট আসলে AI-ই দিচ্ছে, মানুষ নয়। এমনকি City Bank আর Dutch-Bangla Bank-ও AI-ভিত্তিক চ্যাট অ্যাসিস্ট্যান্ট চালু করেছে কাস্টমার সার্ভিসের জন্য।
হ্যাঁ, তবে স্বপ্নের মতো নিখুঁতও না।
বাংলা-ইংরেজি মিশিয়ে (আমাদের মতো অর্ধেক বাংলা, অর্ধেক ইংরেজি) লিখলে অনেক সময় বট চুপ করে থাকে। সব সমস্যার সমাধান তারা পারে না — কেবল যেগুলোতে ট্রেইন করা হয়েছে। আর হ্যাঁ, প্রাইভেসি এখনো বড় বিষয়। জীবনের সব ডিটেইলস তো আর এমন বটের সাথে শেয়ার করতে চাইবেন না, যেটা এখনো শিখছে।
.

✨

 তারপরও ভেবে দেখুন—
AI Assistants ইতিমধ্যেই আমাদের চারপাশে অদৃশ্য কর্মী হয়ে গেছে।
বিল পেমেন্ট, খাবার অর্ডার, টিকিট বুকিং — চুপিচুপি বদলে দিচ্ছে আমাদের জীবন আর কাজের ধরণ। আর এটা তো কেবল শুরু। কয়েক বছরের মধ্যে হয়তো এরা শুধু প্রশ্নের উত্তরই দেবে না—বরং আপনার ক্যালেন্ডার ম্যানেজ করবে, রিপোর্ট লিখে দেবে, এমনকি ক্যারিয়ার অ্যাডভাইসও দেবে।
.
তাহলে আসল প্রশ্ন হলো—আপনি শুধু ইউজার হয়ে থাকবেন, নাকি ক্রিয়েটরও হবেন?
সেখানেই আসছে আমাদের Data Science with AI Bootcamp। এখানে আপনি শিখবেন স্ট্যাটিস্টিক্সের বেসিক থেকে শুরু করে মেশিন লার্নিং ও ডিপ লার্নিং, আর হ্যান্ডস-অন প্রোজেক্ট। শেষে শুধু Siri বা Alexa-র সাথে চ্যাট নয়—হয়তো আপনিই বানাবেন আগামী দিনের Siri।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *