Topics: Technical Interview Questions, Problem Solving, Performance Optimization, Query Problems solution
উদ্দেশ্য- এই ক্লাসটি ডেটা ইঞ্জিনিয়ারিং জবের টেকনিক্যাল ইন্টারভিউয়ের জন্য তৈরি। রিয়েল ইন্টারভিউ সিনারিও দিয়ে অনুশীলন করবেন, সমস্যা সমাধানের কৌশল শিখবেন। ডেটা ম্যানিপুলেশন চ্যালেঞ্জ, পারফরমেন্স অপটিমাইজেশন প্রশ্ন, জটিল জয়েন সিনারিও – এইসব বিষয় কাভার করা হবে। প্রতিটা প্রব্লেম স্টেপ-বাই-স্টেপ সমাধান করা হবে, বিকল্প পদ্ধতি দেখানো হবে। এই ক্লাস শেষে আপনি আত্মবিশ্বাসের সাথে এসকিউএল ইন্টারভিউ দিতে পারবেন।