আমরা যা শিখব:
- Convolution and Pooling – নিউরাল নেটওয়ার্কের মূল ভিত্বি ও মূল অপারেশন যা ফিচার ও ডিমেনশন রিসাইজ ও রিডাকশন করে
- কনভোলিউশন এবং পুলিং: ফিচার এক্সট্রাক্ট করতে এবং ডাইমেনশনালিটি কমাতে CNNs-এ ব্যবহৃত মূল অপারেশন।
- CNNs-এর এপ্লিকেশন: Image Classification and Object Detection
- বিভিন্ন ইমেজকে টাইপ অনুযায়ী আলাদা করে ক্লাসিফাই করে এবং অবজেক্ট ডিটেকশন করে
উদ্দেশ্য: ছবি ও ভিজ্যুয়াল ডেটা প্রসেসিং করে অবজেক্ট রিকগনিশন, ইমেজ ক্লাসিফিকেশনে দক্ষতা অর্জন করব।