আমরা যা শিখব:
- রিয়েল-ওয়ার্ল্ড সমস্যা সনাক্তকরণ ও সমাধানের পরিকল্পনা
- সম্পূর্ণ ML পাইপলাইন ডিজাইন ও ইমপ্লিমেন্টেশন
- ডেটা সংগ্রহ থেকে মডেল ডিপ্লয়মেন্ট পর্যন্ত
- পারফরম্যান্স অপটিমাইজেশন ও টিউনিং
- প্রজেক্ট ডকুমেন্টেশন ও প্রেজেন্টেশন
উদ্দেশ্য: শেখা লার্নিং নিয়ে একটি কমপ্লিট ইন্ডাস্ট্রি লেভেল প্রজেক্ট নিজে নিজে শেখা, প্র্যাক্টিস করা ও নিজে মডেল ডেভেলাপ করা শিখবো।