Power BI vs Looker Studio vs Tableau কোনটা বেটার ?

শুরুতেই একটা বিষয় clear করে নেই—এই তিনটির মধ্যে “সেরা” বলে কিছু নেই।

আপনার business needs, আপনার টিমের দক্ষতা, এবং আপনার বাজেট—সব কিছু মিলেই ঠিক হবে কোনটি আপনার জন্য সঠিক…..।

২০২৫ সালের বাজারে আলোচনায় রয়েছে মূলত তিনটি টুল:

➤ Power BI (Microsoft)

➤ Tableau (Salesforce)

➤ Looker Studio (Google)

কিন্তু ব্যবহার অভিজ্ঞতাটা কেমন? আসুন একটু দেখে নেওয়া যাক—

১. Tableau

যদি আপনি চমৎকার, প্রেজেন্টেশন-যোগ্য ভিজুয়াল ড্যাশবোর্ড তৈরি করতে চান, তবে Tableau is hard to beat. এখানে পাবেন–

✔️ Industry-leading ডিজাইন ও কাস্টমাইজেশনের সুযোগ

✔️Drag-and-drop interface যা নতুন ব্যবহারকারীরাও সহজে ব্যবহার করতে পারবেন

✔️Exploratory data analysis আর presentations জন্য অসাধারণ

তবে খেয়াল রাখবেন— Tableau এর লাইসেন্সিং খরচ বেশ বেশি। আর ডেটা প্রস্তুতির জন্য আলাদা টুল, যেমন Tableau Prep বা Tableau Prep কিংবা ETL স্টেপ দরকার হতে পারে।

📌 কাদের জন্য উপযুক্ত?

যারা প্রেজেন্টেশনের মাধ্যমে ডেটা স্টোরিটেলিং এ ফোকাস করতে চান তাদের জন্য একদম পার্ফেক্ট টুল।

২. Power BI

আপনার প্রতিষ্ঠান যদি Microsoft-এর টুলস (Excel, Azure, Teams) ব্যবহার করে, তাহলে Power BI খুব একটি natural fit। কারণ এখানে পাবেন–

✔️ Microsoft ইকোসিস্টেমের সঙ্গে চমৎকার ইন্টিগ্রেশন

✔️ DAX দিয়ে শক্তিশালী ডেটা মডেলিং

✔️ Enterprise লেভেলের Strong governance ও security

তবে মনে রাখবেন—বেসিকের বাইরে গেলে শেখাটা একটু কঠিন হয়। Advanced modeling এ গেলে লার্নিং কার্ভ দেখবেন বেশ steep হয়ে যাবে। সাথে ডেটা বা ইউজার যত বাড়বে, খরচও তত বাড়বে।

তাহলে কাদের জন্য উপযুক্ত?

এটি বেস্ট মাঝারি ও বড় প্রতিষ্ঠানগুলোর জন্য, যারা operational reporting , executive dashboards এবং সিকিউর ডেটা ম্যানেজমেন্ট চায়।

৩. Looker Studio

Looker Studio সবার প্রিয়—কারণ এটি পুরোপুরি ফ্রি।

বিশেষ করে মার্কেটিং বা স্টার্টআপ টিমের জন্য এটি একটি go-to টুল। এখানে পাবেন–

✔️ Google Analytics, Ads,BigQuery, YouTube এর সঙ্গে সরাসরি কানেকশন

✔️ কোনোরকম খরচ ছাড়াই ব্যবহারযোগ্য

✔️ ওয়েবসাইট পারফরম্যান্স ট্র্যাকিং বা মার্কেটিং রিপোর্টিংয়ের জন্য পারফেক্ট

তবে সীমাবদ্ধতা হলো—এতে অ্যাডভান্সড ডেটা মডেলিং বা গভার্নেন্স ফিচার নেই। তাও আমি বলব বাংলাদেশের perspective এ এটাই বেস্ট।

কেন?

কারণ Let’s be real– great tools are only great if they’re actually affordable for you.

Power BI কে বিবেচনা করলে দেখবেন রিপোর্ট শেয়ার বা টিমে কাজ করতে হলে লাগবে Power BI Pro — যা আন্তর্জাতিকভাবে $14/মাস/ইউজার। বাংলাদেশে কিছু ভেন্ডর প্রায় ৳১,৩০০/বছরে এটা অফার করে, কিন্তু এটা কেবল বেসিক শেয়ারিংয়ের জন্য। বড় ডেটা, এআই ফিচার বা এন্টারপ্রাইজ লেভেলের রিপোর্টিং চাইলে দরকার Power BI Premium — $24/মাস/ইউজার। বাংলাদেশের কোন ব্যবসার জন্য এটা কি সম্ভব?

অন্যদিকে Looker Studio একদম ফ্রি। কোনো লাইসেন্সিং ঝামেলা নেই। শুধু Google অ্যাকাউন্ট দিয়ে লগইন করেই ড্যাশবোর্ড বানানো শুরু করে দিতে পারেন। আর চাইলে Looker Studio Pro নিতে পারেন ($9/মাস), কিন্তু বেশিরভাগ টিমের সেটার দরকারই পড়ে না।

💡 The Bottom Line………………?????

Choose Based on Your Maturity, Not Just Features.

→ স্টার্টআপ বা একেবারে নতুন শুরু করছেন?→ Start simple with Looker Studio.

→ বাজেট আছে, রেগুলারলি grow করছেন আর বিস্তৃত রিপোর্টিং দরকার? → Power BI is the natural choice.

→ ভিজুয়াল প্রেজেন্টেশন ও স্টোরিটেলিং চান? → Go with Tableau.

মনে রাখবেন, টুলটা শুধুমাত্র একটা মাধ্যম। Real value পাওয়ার একমাত্র উপায় clear data strategy।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *